সবার উপর মানবতা ## #কিশোরীদের স্বাস্হ্য সচেতনতা বৃদ্ধি,পুষ্টিকর খাদ্যসামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অক্টোবর সেবামাসে বিশ্ব কিশোরী দিবস উপলক্ষে লায়ন্স এন্ড লিও ক্লাব অব চিটাগাং এ্যামিয়েবল রোজ গা্র্ডেন এর যৌথ উদ্যাগে নগরীর লালখান বাজার নিকটস্ত বস্তিতে কিশোরী মেয়েদের স্বাস্হ্য সচেতনতা বৃদ্ধির জন্য পরার্মশ প্রদান এবং তাদের মাঝে পুষ্টিকর খাবার ফলমূল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লায়ন্স ক্লাব অব এ্যামিয়েবল রোজ গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন সাবিনা ইকরাম সিরাজী,সেক্রেটারি লায়ন সায়মা সুলতানা, ট্রেজারার লায়ন হাজেরা খানম,লিও প্রেসিডেন্ট হিরো জান্নাত সাথী, ভাইস প্রেসিডেন্ট সাদিয়া জান্নাত সেক্রেটারি তারেক উদ্দিন নোমান ,ট্রেজারার নিশু জান্নাত লাকী, হেদায়েতুল ইসলাম সুমন সহ অন্যান্য লায়ন এবং লিও নেতৃবৃন্দ।
Popular posts from this blog
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে মানসিক রোগীদের খাদ্য সামগ্রী বিতরণ
News Link: অক্টোবর সেবামাস উপলক্ষে লায়ন্স এন্ড লিও ক্লাব অব চিটাগাং এ্যামিয়েবল রোজ গার্ডেন,লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগং বাকলিয়া, লায়ন্স ক্লাব অব চিটাগং বাতিঘর এর যৌথ উদ্যাগে নগরীর রওফৌবাদ মানসিক রোগীদের পুনর্বাসন প্রকল্পের চারশত অধিক মানসিক রোগী,শিশু সেনানিবাস এর সুবিধাবন্চিত শিশু ও নারীদের খাদ্য,মাস্ক ও চকলেট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-৪বি,বাংলাদেশের জেলা গভর্নর সুকান্ত ভট্টাচার্য, উক্ত ক্লাব এর প্রেসিডেন্টবৃন্দ যথাক্রমে লায়ন সাবিনা ইকরাম সিরাজী, লায়ন নেসার আহমেদ, লায়ন সেলিম উদ্দীন শিকদার, লায়ন ডাঃ রাহেলা বানু, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আকবর আলী চৌধুরী, লায়ন মো: হুমায়ুন কবির, লায়ন মূসা বাবলু, লায়ন লুভনা হুমায়ুন সুমি,লায়ন আবুল মনসুর, লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন সায়মা সুলতানা, লায়ন হাজেরা খানম, লায়ন লতিফা ইয়াসমিন, লিও প্রেসিডেন্ট হিরো জান্নাত সাথী, সাদিয়া জান্নাত,নিশু জান্নাত লাকী, হেদায়েতুল ইসলাম সুমন, আশিফ রহমান, মোহাম্মদ আকিব, মোহাম্মদ রফিক সহ অ...
Comments
Post a Comment