লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে মানসিক রোগীদের খাদ্য সামগ্রী বিতরণ

News Link:

অক্টোবর সেবামাস উপলক্ষে লায়ন্স এন্ড লিও ক্লাব অব চিটাগাং এ্যামিয়েবল রোজ গার্ডেন,লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগং বাকলিয়া, লায়ন্স ক্লাব অব চিটাগং বাতিঘর এর যৌথ উদ্যাগে নগরীর রওফৌবাদ মানসিক রোগীদের পুনর্বাসন প্রকল্পের চারশত অধিক মানসিক রোগী,শিশু সেনানিবাস এর সুবিধাবন্চিত শিশু ও নারীদের খাদ্য,মাস্ক ও চকলেট বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-৪বি,বাংলাদেশের জেলা গভর্নর সুকান্ত ভট্টাচার্য, উক্ত ক্লাব এর প্রেসিডেন্টবৃন্দ যথাক্রমে লায়ন সাবিনা ইকরাম সিরাজী, লায়ন নেসার আহমেদ, লায়ন সেলিম উদ্দীন শিকদার, লায়ন ডাঃ রাহেলা বানু, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আকবর আলী চৌধুরী, লায়ন মো: হুমায়ুন কবির, লায়ন মূসা বাবলু, লায়ন লুভনা হুমায়ুন সুমি,লায়ন আবুল মনসুর, লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন সায়মা সুলতানা, লায়ন হাজেরা খানম, লায়ন লতিফা ইয়াসমিন,

লিও প্রেসিডেন্ট হিরো জান্নাত সাথী, সাদিয়া জান্নাত,নিশু জান্নাত লাকী, হেদায়েতুল ইসলাম সুমন, আশিফ রহমান, মোহাম্মদ আকিব, মোহাম্মদ রফিক সহ অন্যান্য লায়ন এবং লিও নেতৃবৃন্দ।






Comments

Popular posts from this blog