সবার উপর মানবতা

♥️♥️♥️
###কিশোরীদের স্বাস্হ্য সচেতনতা বৃদ্ধি,পুষ্টিকর খাদ্যসামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
অক্টোবর সেবামাসে বিশ্ব কিশোরী দিবস উপলক্ষে লায়ন্স এন্ড লিও ক্লাব অব চিটাগাং এ্যামিয়েবল রোজ গা্র্ডেন এর যৌথ উদ্যাগে নগরীর লালখান বাজার নিকটস্ত বস্তিতে কিশোরী মেয়েদের স্বাস্হ্য সচেতনতা বৃদ্ধির জন্য পরার্মশ প্রদান এবং তাদের মাঝে পুষ্টিকর খাবার ফলমূল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লায়ন্স ক্লাব অব এ্যামিয়েবল রোজ গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন সাবিনা ইকরাম সিরাজী,সেক্রেটারি লায়ন সায়মা সুলতানা, ট্রেজারার লায়ন হাজেরা খানম,লিও প্রেসিডেন্ট হিরো জান্নাত সাথী, ভাইস প্রেসিডেন্ট সাদিয়া জান্নাত সেক্রেটারি তারেক উদ্দিন নোমান ,ট্রেজারার নিশু জান্নাত লাকী, হেদায়েতুল ইসলাম সুমন সহ অন্যান্য লায়ন এবং লিও নেতৃবৃন্দ।

Comments

Popular posts from this blog

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে মানসিক রোগীদের খাদ্য সামগ্রী বিতরণ